কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীন কলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ে ২৬ নভেম্বর বিধিবদ্ধভাবে সংবিধান দিবস পালন করা হয়। এই সভায় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় অধ্যাপকবৃন্দ শিক্ষা কর্মীবৃন্দ এবং সমস্ত বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। সংবিধান দিবস পালনের তাৎপর্য আলোচনা করার পর সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয় হিন্দি এবং ইংরেজি ভাষায়। হিন্দি ভাষায় প্রস্তাবনা পাঠ করান অধ্যাপক ডঃ অমরেন্দ্র কুমার মিশ্র ।
ইংরেজি ভাষায় প্রস্তাবনা পাঠ করান ড: কিংশুক সাহা । উপস্থিত সকলে পবিত্রতার সহিত জাতীয় সংগীত পরিবেশন করেন। ছাত্র-ছাত্রীদের জন্য সংবিধান বিষয়ক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেমন কুইজ, প্রবন্ধ লিখন এবং পোস্টার তৈরি। পরিশেষে মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ড: দেবীপদ রথ সকলকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করে এই সভার সমাপ্তির ঘোষণা করেন।