পাগলা কুকুরের আতঙ্কে আতঙ্কিত এলাকা। কয়েক দিন ধরে রামনগর দুই ব্লকের মৈতনা থেকে দেপাল রাস্তায় একটি পাগলা কুকুর একাধিক মানুষকে জখম করেছে। সূত্রের খবর মানিকাবসান গ্রামে এক গৃহবধূ উঠোনে ঝাঁট দেওয়ার সময় ওই পাগলা কুকুর দৌড়ে এসে তাকে আক্রমণ করে।
প্রাণ বাঁচাতে ছুটে গেলে পরিবারের লোকেরা দৌড়ে আসে এবং কুকুরটি পালিয়ে যায়। এছাড়াও একাধিক ব্যক্তি কে কামড়ে জখম করেছে বলে জানা গেছে। ওই ক্ষতবিক্ষত গৃহবধূকে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এলাকাবাসী পাগলা কুকুরকে ধরার জন্য বনদপ্তরের খবর দিয়েছে।
Author: ekhansangbad
Post Views: ৪৫