কাঁথি ৩ ব্লকের কুসুমপুর অঞ্চলের করলদা নহেরাবাড় বুথের কর্মী সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কয়েকজন বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার তৃণমূলের কুসুমপুর অঞ্চলের করলদা নহেরাবাড় বুথের বিজেপির বুথ সভাপতি উত্তম রানা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়া লক্ষ্যে তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন।
দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে স্বাগত জানালেন কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথির ৩ ব্লক তৃণমূলের সভাপতি নন্দদুলাল মাইতি, কাঁথি ৩ ব্লক তৃণমূলের এস সি,ওবিসি সেলের সভাপতি স্বপন বাগ, কুসুমপুর অঞ্চল যুব তৃণমূলের সভাপতি পার্থ মন্ডল, ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।
Author: ekhansangbad
Post Views: ১৩৭