সমবায় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সমবায়ে পরিচালন ক্ষমতা তৃণমূলের হাতেই থাকলো। বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তায় ৯টি আসনে ভোটগ্রহণ পর্ব চলে। ভোটগ্রহণ পর্বের শেষে ভোট গণনায় দেখা যায় তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠতা। পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি-৩ ব্লকের কুমিরদা অঞ্চলের কুমিরদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে মোট ৯ টি আসনের মধ্যে তৃনমূল ৬ টি এবং বিজেপি ২ টি এবং সিপিএম ১ টি আসনে জয়লাভ করে।তৃনমূলের পক্ষে বিজয়ী প্রার্থীগন হলেন অলোকবাহন পাল,রবিন দাস,অভিনন্দন ভূঁঞ্যা,সন্ধ্যা রানী ভূঁঞ্যা,লালমোহন দ্বিবেদী,রাজশ্রী সাহু। বিজেপির পক্ষে জয়লাভ করেন মেঘনাথ মন্ডল,লালমোহন ভূঁঞ্যা,সিপিএম এর পক্ষে জয়লাভ করেন পবিত্র বেরা।
স্বাভাবিক ভাবে বোর্ড গঠনের অধিকার অর্জন করে শাসকদল।ফলাফল ঘোষনার পর তৃনমূলের পক্ষ থেকে প্রার্থীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি,কাঁথি সাংগঠনিক জেলার আই এন টি টি ইউ সির সভাপতি বিকাশচন্দ্র বেজ,পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও সাংগঠনিক জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী এবং জেলা পরিষদ সদস্যা মিতারানী সাহু । বিকাশবাবু কর্মী সমর্থকগনের উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়ে,সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি সমিতির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। এই জয়ের জন্য এলাকাবাসীকে এবং জয়ী তৃণমূল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি সুপ্রকাশ গির, সহ-সভাপতি পার্থসারথী দাস, ব্যাংকের ডাইরেক্টর ও বিধায়ক তরুণ কুমার মাইতি, বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি,জেলা সভাধিপতি উত্তম বারিক।