Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অনুষ্ঠিত হলো থিয়েটারের অভিনয়  কর্মশালা

কেকা মিত্র :- শিলচর আর্ট একাডেমী এবং NIT ( ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, আসাম শিলচর ) যৌথ উদ্যোগে শিলচরে অনুষ্ঠিত হলো অভিনয়ের কর্মশালা। গত
২২ থেকে ২৬ নভেম্বর এই ৫ দিনের অভিনয় কর্মশালায় ২০ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। এই থিয়েটার ওয়ার্কশপ
টি করায় কলকাতার জনপ্রিয় নাট্যদল রঙ্গকর্মী নাট্যদলের পরিচালক অনিরুদ্ধ সরকার।


তিনি এক সাক্ষাৎকারে জানান শিলচর আর্ট একাডেমী এবং এন আই টি র ছাত্র ছাত্রীরা খুব উৎসাহের সাথে এই পাঁচ দিন অভিনয় কর্মশালায় যোগদান করে। এই ওয়ার্কশপে মঞ্চে কি ভাবে দাঁড়াবে, কি ভাবে ডায়লগ বলবে, বডি মুভমেন্ট কি ভাবে করবে, সেই সঙ্গে শরীর চর্চা এবং মঞ্চে অভিনয় করতে গেলে যা যা করতে হয় তার অনুশীলন করানো হয়। নির্দেশক অনিরুদ্ধ সরকার আরো জানালেন রোজ ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত এই ওয়ার্কশপ চলেছিলো। এরপর সকল ছাত্র ছাত্রী এই ওয়ার্কশপ এর জন্য সার্টিফিকেট পাবে। আগামী জানুয়ারি মাসে আই আই টি ( ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ) আর্ট এন্ড কালচার নামে একটি উৎসব করবে। সেই উৎসবে এই সকল ছাত্র ছাত্রীরা থিয়েটারে অংশ নেবে। সব মিলিয়ে খুব উৎসাহ উদ্দীপনার সাথে এই থিয়েটার ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read