প্রচন্ড গরমের জেরে সারা পূর্ব মেদিনীপুর জুড়ে শুরু হয়েছে রক্তের সংকট ।এই সংকট মেটাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা মিউনিসিপালিটির ১২ নং ওয়ার্ডে অভিষেক বন্দোপাধ্যায় ফ্যান ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রকাশ কুসুম দাস সহ বিশিষ্ট শিখবিদ দেবাশীষ জানা, ঝন্টু দাস, কেদার নন্দী, শেখ আয়মত প্রমূখ।
প্রচন্ড গরমের কারণে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে, সেই কারণে এগরা মিউনিসিপালিটি অভিষেক বন্দোপাধ্যায় ফ্যান ক্লাবের পক্ষ থেকে ২১ জুলাই শহীদ স্মরনের উদ্দেশ্যে মুমূর্ষ রোগীদের জীবন বাঁচানোর জন্য এই রক্তদান শিবিরের আয়োজন। এই শিবিরে ১০০ জন স্বেচ্ছায় রক্ত দান করলেন । এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। এই অনুষ্ঠানে আয়োজক সংস্থার তরফে রক্ত দাতাদের সম্বর্ধনা জানানো হয়েছে। এ দিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন এগরার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সমাজসেবী জয়ন্ত সাউ। তিনি জানান, প্রচণ্ড গরমে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তবে একফোঁটা রক্তের বিনিময়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচে। শুধু রক্তদান শিবিরে সীমাবদ্ধ নয়, সারাবছর এই ক্লাব নানান সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত থাকে।