হলদিয়া শিল্প শহরের এইচ পি এল লিংক রোড সংলগ্ন আই ও সি র তেলের পাইপ লাইন ফেটে বিপত্ত। বৃহস্পতিবার দুপুরে বারাউনি থেকে হলদিয়া পর্যন্ত আসা পাইপলাইন এর পাইপ ফেটে যায়। তেল বেরিয়ে পার্শ্ববর্তী খালের জলে মিশে যায়। কোন বিপত্তি ঘটার আগে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভবানীপুর থানার পুলিশ এবং দমকল বাহিনী।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।পরিস্থিতির উপর নজরদারি চলছে। যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য সতর্ক প্রশাসন।
Author: ekhansangbad
Post Views: ৩৫