কাঁথি কলেজ সহ জেলার সমস্ত কলেজে শূন্য আসনে ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু হলো। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। কাঁথি প্রভাতকুমার কলেজের পরিচালন কমিটির সভাপতি তথা কাঁথি পুরসভার পুরো প্রধান সুপ্রকাশ গিরি বলেন রাজ্য শিক্ষা দপ্তর জেলা শাসকদের দায়িত্ব দিয়েছিল যে কোন কোন কলেজে কত আসন শুন্য আছো তা জানার জন্য।জেলাশাসক প্রত্যেকটি কলেজ কে ছাত্র ভর্তির আগ্রহ প্রকাশ করে আবেদন জানানোর নির্দেশ দেন। সেই অনুযায়ী জেলার প্রতিটি কলেজ ছাত্র ভর্তির আগ্রহ প্রকাশ করে জেলাশাসকের কাছে আবেদন জানান। সেই আবেদন পত্র শিক্ষা দপ্তরে গেলে শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেন বিভিন্ন কোর্সের খালি থাকা আসনে ছাত্র ভর্তি করার প্রক্রিয়া চালু করতে।
শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজগুলিকে সংক্ষিপ্ত সময়ে মধ্যে ছাত্র ভর্তি করতে নির্দেশ দেয়।সেই অনুযায়ী ভর্তি প্রক্রিয়া জেলা সহ রাজ্য জুড়ে চলছে। কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যক্ষ ডঃ অমিত কুমার দে জানিয়েছেন অনলাইন ভর্তি প্রক্রিয়া চলছে। তবে ছাত্র সংখ্যা খুব কম। রাজ্য সরকারের এই উদ্যোগকে ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দ অভিনন্দন জানিয়েছেন।