Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাঁচরোলে বিজেপি নেতাদের বহিষ্কার, তৃণমূলের দাবি গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অস্বস্তি বৃদ্ধি”

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে, বিজেপির অস্বস্তি ক্রমেই প্রাকাশ্যে আসছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল হচ্ছে বলে কটাক্ষ তৃণমূলের। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের ধুশুরদা গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েতের বিরোধী দলনেতা রাজারাম মন্ডল ও বিজেপির বুথ সভাপতি পঞ্চানন বেরা’কে বহিষ্কার করা হয়েছে বলে পাঁচরোল অঞ্চল বিজেপির প্রমূখ রুপক মিশ্র জানিয়েছেন। পাঁচরোল শক্তিকেন্দ্র প্রমুখ শ্রীকৃষ্ণ দে বলেন, শৃঙ্খলা ভঙ্গ ও দলবিরোধী কাজের অভিযোগে দু’জনকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টা জেলা নেতৃত্বকে জানাই। জেলা নেতৃত্বের নির্দেশে তাঁদের বহিষ্কার করা হয়েছে। স্থানীয় মন্ডল সদস্য সত্যনারায়ণ দাস জানিয়েছেন, পঞ্চায়েতের প্রধান গঠনের পর থেকেই প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য রাজারাম মন্ডল তৃণমূলের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে চলেছে। তাই আমরা রাজারামকে দল থেকে বহিষ্কার করেছি। পাশাপাশি পঞ্চায়েতের বিরোধী দলনেতার পদ থেকে তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছে। এদিন পাঁচরোলে  সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই ঘোষণা করেছেন বিজেপি নেতৃত্বরা। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তবে তৃণমূল কংগ্রেসের পাঁচরোল জোনের  কনভেনর রবীন্দ্রনাথ দাস জানিয়েছেন, এটা বিজেপির আভ্যন্তরীণ বিষয়। তবে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্ধ যে প্রবল, তা আরও একবার প্রমাণিত হল। কিন্তু কোনও মন্তব্য করতে চাননি বহিষ্কৃত নেতা রাজারাম মন্ডল ও পঞ্চানন বেরা। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন সুইচড অফ ছিল।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read