Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলংগিরিতে আয়োজিত রক্তদান শিবির

শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের আলংগিরিতে আয়োজন করা হয়েছিল এক রক্তদান শিবিরের। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক এর সহযোগিতায় ও আলংগিরি শ্রী শ্রী রাধাগোকুলানন্দ জিউ ঠাকুরের সেবা পরিচালনা ট্রাস্ট কমিটির উদ্যোগে এক বড়ো মাপের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় এলাকার মানুষেরা এদিন রক্তদান শিবিরে অংশ নেন। শুক্রবার ৮০ জন রক্তদান দান করেন এই শিবিরে। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত বিভিন্ন মহল। এই ধরনের উদ্যোগ সমাজের কাছে আলাদা বার্তা পৌঁছে দিতে পারে বলেই মনে করছেন চিকিৎসক মহলের একটি বড় অংশ।

অনেকেই বলছেন, রক্তের চাহিদা পূরণ করতে আগামী দিনে অন্যান্য সংস্থাগুলিকেও এগিয়ে আসা উচিত। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বলছেন, এই ধরনের উদ্যোগ আগামী দিনে সাধারণ মানুষকে আরও বেশি করে অনুপ্রাণিত করবে। পাশাপাশি জনস্বার্থে এই ধরনের উদ্যোগ আমজনতার কাছে এই বার্তা পৌঁছে দিতে পারবে যে সর্বস্তরের মানুষ এই ধরনের জনহিতৈষী কাজে অংশ নিচ্ছে। শুধু সামাজিক সংগঠন নয়, অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও যাতে এই ধরনের উদ্যোগের জন্য এগিয়ে আসে, সেই বার্তাও দেন স্থানীয় এলাকার বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি নন্দদুলাল সাউ, কমিটির সম্পাদক প্রদীপ আইচ, স্বপন ক্যামিলা প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read