পূর্ব মেদিনীপুর জেলায় ২৬ টি থানার বিভিন্ন প্রান্ত থেকে চুরি যাওয়া ফোনের একাধিক অভিযোগ এসেছিল বিভিন্ন থানায়। সেই অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ আধিকারিক ও জেলা পুলিশের সহযোগিতায় তদন্ত শুরু হয়। কারো মেলা দেখতে যাওয়ার সময় চুরি হওয়া কারো বা বাজার করতে যাওয়ার সময় হারিয়ে যায় ফোনগুলি।
শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ লাইনে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে ফোনের মালিকদের হাতে তুলে দেওয়া হয় ফোন গুলি। ফোনের নির্দিষ্ট নথিপত্র ও ফোনের মালিকের পরিচয় পত্র জমা দেওয়ার পরেই হারিয়ে যাওয়া ফোনগুলি হাতে পায় ফোন মালিকেরা। দীর্ঘদিন বাদে ফোন ফেরত পাওয়ায় খুশি সবাই। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।
আগেও জেলাতে প্রায় ২০০ জনের ফোন এভাবে ফেরত দেওয়া হয়েছিল এবং আজ প্রায় ৩০০ টি ফোন ফেরত দেয়া হয়েছে এবং আগামী দিনে এই কর্মসূচি চলবে এমনটাই জানান পূর্ব মেদিনীপুরে জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগারওয়াল সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।