Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রিজিয়া বিবির নেতৃত্বে অপরাজিতা বিলকে আইনে পাশ করার দাবিতে প্রতিবাদ

কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের আহবানে রিজিয়া বিবির নেতৃত্বে শনিবার কাঁথি টাউন মহিলাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব কে নিয়ে অপরাজিতা বিল কে আইনে  পাশ করার দাবিতে প্রতিবাদ মিছিল সংঘটিত হয়।
এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যের  মন্ত্রী তথা এইচ ডি এ র চেয়ারম্যান  জ্যোতির্ময় কর, অন্যতম কাউন্সিলর অতনু গিরি, কাউন্সিলর নিত্যানন্দ মাইতি,
কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ও কাঁথি মহকুমা মৎস্যজীবি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান  আমিন সোহেল, শিক্ষক নেতা  ইমরান  আলি খান, কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সহ সভা নেত্রী মহামায়া গোল, জেলা পরিষদের সদস্যা দেবশ্রী মালি, সহ-সভাপতি সতীব্রতা জানা, সমস্ত ওয়ার্ডের মহিলা নেতৃবৃন্দ
প্রাক্তন কাউন্সিলর সুমিতা গিরি  ও  মহিলা কর্মীবৃন্দ। শুরু হয় মেছেদা বাইপাস থেকে শেষ হয় পোস্ট অফিস মোড়ে। সভায় বক্তব্য রাখেন আহ্বায়ক রিজিয়া বিবি সবাইকে ধন্যবাদ জানিয়ে মিটিং শেষে আগামী কাল চৌরঙ্গী মোড়ে অবস্থান বিক্ষোভ ও ধরনা মঞ্চ হবে তিনটায় এবং সকলকে থাকার আহ্বান জানান।

এদিন দুটি টাউন ও কাঁথি সংগঠনিক জেলার ১২ টি ব্লকে
কাঁথি সাংগঠনিক  জেলা মহিলা নেত্রীর রিজিয়া বিবির নেতৃত্বে সমস্ত ব্লকের এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর বাজারে এই বিক্ষোভ  মিছিল সংঘটিত হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা, ব্লক তৃণমূলের সভাপতি রাজকুমার সহু,ব্লক যুব তৃণমূলের সভাপতি দীনেশ দাস, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি অমলেন্দু জানা, সহ-সভাপতি নমিতা দাস সহ ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী ও অন্যান্য নেতৃত্ব।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read