Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পশ্চিমবঙ্গ তফশিলি জাতি ও উপজাতি কর্মচারী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো

ইন্দ্রজিৎ আইচ :- আজ ‘বাণিজ্য কর বিভাগ’-এর ‘পশ্চিমবঙ্গ তফশিলি জাতি ও উপজাতি কর্মচারী সমিতি’ আয়োজিত ‘ত্রয়োদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হল কোলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে।


এইদিন এই সন্ধায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বাণিজ্য কর বিভাগের বিভাগীয় কমিশনার দেবীপ্রসাদ কারানাম, বিভাগের বিশেষ কমিশনার রঞ্জন পাণ্ডা, অর্থ বিভাগের অন্যতম সচিব মলয় ঘোষ, বিশিষ্ট কবি সৈয়দ হাসমত জালাল, সমিতির বর্তমান সভাপতি অরুণকুমার মণ্ডল, প্রাক্তন সভাপতি বাসুদেব বিশ্বাস প্রমুখ ব্যক্তিবর্গ।


‘আনন্দ সন্ধ্যা’ নামাঙ্কিত এই বর্ণময় অনুষ্ঠানে বিভাগীয় কর্মী মন্দ্রিতা লাহিড়ী-র উদ্বোধনী সঙ্গীতের পরই কবি সৈয়দ হাসমত জালাল-এর হাত দিয়ে উন্মোচিত হয় সংগঠনের ১৪৩১ সালের শারদীয় পুস্তক ‘নির্ণয়’।
বাঁকুড়ার লোকসঙ্গীত শিল্পী অর্পিতা চক্রবর্তী যেমন তাঁর গানের ডালি নিয়ে অনুষ্ঠানে জনমনোরঞ্জন করেছেন তেমনই ‘বাণিজ্য কর’ বিভাগের কর্মচারীদের দ্বারা অভিনীত নাটক ‘ওপরওয়ালা’ দর্শকদের নজর কাড়ে। এক কথায় সমগ্র অনুষ্ঠানটি অনবদ্য হয়ে উঠেছিলো।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read