কাঁথির নামালডিহার মুন্ডপাড়া গ্রামে চৈতন্যপুর চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। শিবিরে শতাধিক মানুষের চোখ পরীক্ষার পাশাপাশি ২৫ জনের ছানি চিহ্নিতকরণ করা হল। আগামী সপ্তাহেই ছানি চিহ্নিত রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।
লায়ন্স ক্লাব অফ কন্টাই সিটির পক্ষে উপস্থিত ছিলেন অর্ণব মাইতি, দুর্গাশঙ্কর সাহু, স্বাতী মাইতি, প্রিয়দর্শিনী সাহু ও শুভেন্দু শেখর জানা। এছাড়া উপস্থিত ছিলেন ওই গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Author: ekhansangbad
Post Views: ৬৯