কাঁথি পৌরসভার সুপার ভাইজার বিশ্বজিৎ দত্ত আজ তার ৩৪ বছরের চাকুরীর কর্ম জীবন থেকে অবসর নিলেন। ১৯৯১ সালে অস্থায়ী কর্মী হিসাবে কর্ম জীবন শুরু করেন। ২০০০ সালে তৎকালিন চেয়ারম্যান শিশির অধিকারীর হাত ধরে স্থায়ী কর্মচারী হিসাবে নিয়োগ পান।
আজ উনাকে তার দপ্তর ট্রেড লাইসেন্স বিভাগ থেকে বিদায় সম্ভর্ধনা জানানো হয়। বিশ্বজিৎ বাবুর কর্মজীবনের সততা নিষ্ঠা নিয়ে আলোচনা করেন ট্রেড লাইসেন্স দপ্তর ইনর্চাজ দেবব্রত ভুঞ্জ্যা, সুব্রত জানা, রঞ্জিত জানা, ও অন্যায় কর্মচারীবৃন্দ। বিশ্বজিৎ বাবুর হাতে পুস্পস্তবক, মিষ্টি ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
Author: ekhansangbad
Post Views: ৪৬