প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ এক নাবালিকা।পরিবারের দাবি থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। অবিলম্বে সেই নাবালিকাকে ফিরিয়ে আনার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসী। বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানায়। জানা গেছে গত নভেম্বর মাসের ২৫ তারিখ সন্ধ্যা ৬ টা নাগাদ এগরা ১ ব্লকের রাসন গ্রামে ১৫ বছরের নাবালিকাকে পাশের এক প্রতিবেশী মহিলা অপহরণ করে বলে অভিযোগ পরিবারের লোকেদের।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই নিখোঁজ নাবালিকার বাড়ি ভগবানপুর থানার নোনা ঘোষপুর গ্রামে। কিন্তু কর্মসূত্রে এগরার রাসন গ্রামে থাকতো নাবালিকার পরিবার। পরিবারের অভিযোগ থানায় লিখিত অভিযোগ জানানোর পরে পুলিশ কোনোরকম প্রদক্ষেপ নিচ্ছে না। অপহরণকরি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রায় ঘন্টা খানেক থানার সামনে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা। থানা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তখেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।