গত পঞ্চায়েত নির্বাচনে এগরা ২ পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের ১২টিতে জয়ী হয়েছিল তৃণমূল আর বাকী আসন জিতেছিল বিজেপি। লটারির মাধ্যমে সভাপতি পায় তৃণমূল, সহ সভাপতির দায়িত্ব পায় বিজেপি। কিন্তু স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনে তৎকালীন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী, মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, এবং উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহার ভোটের জোরে সবকটি স্থায়ী কমিটির দখল নিয়েছিল বিজেপি।
গত কয়েকদিন আগেই মেদিনীপুরে তৃণমূল সাংসদ জুন মালিয়ার ভোটে ভর করে পঞ্চায়েত সমিতির সমস্ত স্থায়ী সমিতির ক্ষমতা দখল করলো রাজ্যের শাসকদল তৃণমূল।
অন্যদিকে ক্ষমতা হাতছাড়া হচ্ছে বুঝতে পেরে ঐ দিন ভোটাভুটিতে পদ্ম শিবিরের কেউ অংশগ্রহন এড়িয়ে ছিলেন বিরোধী বিজেপি।
এদিন এগরা বিধানসভার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি ,
মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া সহ তৃণমূল জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য সহ নেতৃত্বরা উপস্থিত ছিল। পঞ্চায়েত সমিতির সকল স্থায়ী সমিতির দখল নিলো । যদিও শাসকের পঞ্চায়েত দখল পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল বিজেপির জেলা সভাপতি সুদাম পন্ডিত।