Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজয় মিলন উৎসব পালন

প্রদীপ কুমার সিংহ :- লোকসভা নির্বাচনে পঞ্চায়েতে ভালো ফল করার জন্য পঞ্চায়েত বুথ সভাপতিদের ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।
২০২৪ লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়কে উদযাপন ও শারদীয়া, দীপাবলীর শুভেচ্ছা জানাতে ধপধপি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধপধপি এক নম্বর অঞ্চল সভাপতি শহিদুল হক মোল্লার নেতৃত্বে রবিবার বিকালে কুমারহাট পঞ্চায়েত সংলগ্ন মাঠে বিজয় মিলন উৎসব পালিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, বারুইপুর ব্লক সভাপতি তথা বারুইপুর পৌরসভার উপ পৌর প্রধান গৌতম কুমার দাস সহ একাধিক নেতৃত্ব।
অভিনবত্বের ছোঁয়া দেখা গেল এই অনুষ্ঠানে। লোকসভা নির্বাচনের নিরিখে সর্বোচ্চ ভোট প্রাপ্ত পাঁচটি বুথকে ট্রফি দিয়ে সম্মানে সম্মানিত করা হয়। এছাড়া এই অনুষ্ঠানে বরিষ্ঠ প্রাক্তন কর্মীদের সাল উত্তরিয় ও মেমেন্টো  সম্মানিত করা হয়। প্রায় ৫০ থেকে ৬০ জন বরিষ্ঠ তৃণমূল কর্মীদের এই সম্বর্ধনা দেয়া হয়। এতে করে বলিষ্ঠ তৃণমূল কর্মীরা খুবই খুশি। বুথ সভাপতিদের এই সম্মানিত করার ফলে আগামী দিলে নির্বাচনগুলিতে আরো বুথ সভাপতি গুলি ভালো কাজ করবে বলে আশা করেন ধপধপি অঞ্চলে সভাপতি শহিদুল হক মোল্লা। তিনি বলেন প্রায় প্রত্যেক মাসে দুই থেকে তিনবার কর্মীদের সঙ্গে ঘরোয়া মিটিং করা হয় আগামী দিন যাতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read