সুস্থ সংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধতা রক্ষা করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির উদ্যোগে কাঁথি মহাকুমা কর্মচারী ভবনে একটি কনভেনশন হয়। বিপন্ন সংবিধান ,বিপন্ন মৌলিক অধিকার। মানুষের নিজস্ব স্বাধীন চিন্তার চেতনাকে মত প্রকাশের অধিকার কে জোর করে হস্তগত করে সমাজের এক নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয়েছে। যার ফলে সামাজিক সংস্কৃতি, মানুষের মূল্যবোধ সবকিছুই নষ্ট হতে চলেছে। মানুষের নিজস্ব চিন্তা চেতনাকে শাসক শ্রেণী নিজেদের মত পরিচালিত করতে সচেষ্ট । সুস্থ সংস্কৃতি এবং চেতনাকে উন্মোচিত করতে প্রবীণ সরকারি কর্মচারীরা তাদের মুখপত্র “প্রবীণ কন্ঠ ” পত্রিকার ৩০ তম বর্ষ উদযাপনের সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান ,স্বাস্থ্য পরীক্ষা , চক্ষু পরীক্ষা ,মরণোত্তর দেহদান ও চক্ষুদানের কর্মসূচি কনভেনশনে গ্রহণ করেছেন।
৮ ডিসেম্বর কাঁথির ক্ষেত্রমোহন বিদ্যাভবনের মাঠে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলন করে রবিবার জানালেন সংগঠনের মহকুমা সম্পাদক লক্ষীকান্ত জানো । কনভেনশনে বক্তারা বলেন বিগত বছরগুলোতে প্রবীণ পেনশনার্সরা তাদের যৎসামান্য অর্থে বনসৃজন প্রকল্প ,ঘূর্ণিঝড় এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়ানো এবং সমাজ সচেতনতামূলক কাজকর্ম করে আসছেন।কনভেনশনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা যুগ্ম সম্পাদক মিহির খাঁড়া সহ-সম্পাদক কালো বরণ পট্টনায়ক ও কাঁথি মহাকুমা সম্পাদক লক্ষীকান্ত জানা। উপস্থিত ছিলেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির কাঁথি মহকুমা সম্পাদক অনল দাস। এদিন জানানো হয় ৮ ডিসেম্বর শিশুদের অংকন সংগীত আবৃত্তি প্রতিযোগিতা হবে। এছাড়াও মহিলাদের মিউজিক্যাল বল, পুরুষদের বল নিক্ষেপ প্রভৃতি ক্রীড়া প্রতিযোগিতা হবে। পাশাপাশি স্বাস্থ্যপরীক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধের একটি সচে�