আবাস যোজনায় গরিব প্রান্তিক মানুষকে বঞ্চিত করে এখনো স্বজনপশনের তালিকা অঞ্চল এবং বিডিও অফিসগুলোতে টাঙ্গানো হয়েছে। ফলে গ্রামের মানুষের ক্ষোভের তীব্রতা বাড়ছে। প্রকৃত গরিব মানুষ, যাদের আবাস যোজনা ঘর পাওয়ার কথা তাদের বঞ্চিত করা হচ্ছে। তাই আজ পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি – ৩ ব্লকে বিডিও র কাছে বামফ্রন্টের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন দেওয়া হয়। শুধু তাই না কাঁথি ৩ ব্লক এলাকায় আবাস যোজনা পাইয়ে দেওয়ার নাম করে অনেক তৃণমূল নেতাকর্মী এমনকি পঞ্চায়েত সদস্যরা গরিব মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বামফ্রন্টের দাবি, বঞ্চিত, গৃহহীন গরীব মানুষদের আবেদনের ফর্ম জমা নিতে হবে এবং যারা প্রাপক নন তাদের নাম বাতিল করতে হবে। আবাস যোজনার তালিকাতে প্রকৃত গরীব মানুষদের জন্য টাকা বরাদ্দ স্বচ্ছতার সাথে করতে হবে। যাদের নাম বাতিল করা হয়েছে,অথচ তারা ঘর পাওয়ার উপযুক্ত, তাদের টাকা বরাদ্দ করতে হবে । তদন্ত সাপেক্ষে সঠিক উপভোক্তাদের সরকারি টাকা বরাদ্দ করেতে হবে। পাকা ঘর যাদের আছে তাদের নাম বাতিল করে এলাকার মানুষের ক্ষোভ প্রসমন করতে হবে। সেই প্রাপকদের টাকা ফেরত দিতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। বিক্ষোভ সভায় আশিষ প্রামাণিক,কালিপদ শীট বলেন, দিনের পর দিন জিনিস পত্রের দাম বাড়ছে, গরীব মানুষদের কাজ নাই, রোজগার নেই, অর্ধাহারে, অনাহারে মানুষ দিন কাটাছে। সরকারের বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়েছে।খেতমজুর দের রেগার কাজ দিতে হবে। ১০০ দিনের কাজ কে ২০০ দিন করতে হবে এবং ৬০০ টাকা মজুরি দেওয়ার দাবি তোলেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন হিমাংশু পন্ডা ,অশোক পান্ডা, প্রতাপ দাস ,খাজাবুল আলী।