অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনিয়ম, শিক্ষাদানের অযোগ্য পরিবেশ ও নিম্নমানের খাদ্য বিতরণের প্রতিবাদ জানিয়ে অভিভাবক অভিভাবিকা বৃন্দ অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে বিক্ষোভ দেখালো। মঙ্গলবার সকালে এগরা থানার কিয়া গ্রামের ৬৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে এমনই চাঞ্চল্যকর কর অভিযোগ উঠলো।অভিযোগ এই কেন্দ্রের ছাউনি না থাকার কারণে ত্রিপল ঢাকা দিয়ে নিচে ভিজে সেঁতা সেঁতে পরিবেশে পঠন পাঠন চলে। যা শিশুদের ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ। এছাড়াও এই কেন্দ্রে সহায়িকা আসা যাওয়ার কোন নির্দিষ্ট নিয়ম নেই। শিশুদের খাদ্যের গুণগতমান অতীব নিম্ন। কোন কোন সময় শিশুদের খাদ্য থেকে কেন্ন সহ অন্যান্য অস্বাস্থ্যকর জিনিস পাওয়া গেছে বলে অভিযোগ। এই সমস্ত কিছুর প্রতিকার চেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং এলাকাবাসী। এই অভিযোগ এর সত্যতা স্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা রেখা মাইতি।
তিনি বলেন বিডিও অফিস ও প্রকল্প আধিকারিক কে জানিও কোন সূরা হয়নি। তাছাড়া মূল্যবৃদ্ধির প্যাঁচে পড়ে সঠিকভাবে খাদ্য দেওয়া যায়নি শিশুদের। তিনি আরো বলেন বর্তমান ডিমের বাজার মূল্য সাত টাকা কিন্তু বরাদ্দ কম, আলুর মূল্য লাগামহীন সেই কারণে শিশুদের সঠিকভাবে খাদ্য পরিবেশন করা সম্ভব হয়ে ওঠেনি। তিনি সঠিকভাবে কেন্দ্র পরিচালনার আশ্বাস দিলে বিক্ষোভ কারিগণ শান্ত হয়।