পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলো শ্বশুর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দীঘা মোহনা থানা এলাকায়। এই এলাকার ধৃত এর পরিবারিক অশান্তির কারণে পরিযায়ী শ্রমিকের কাজ নিয়ে পুত্র চলে যায়।বাড়িতে কেউ না থাকার সুযোগে পুত্রবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ জানিয়ে দীঘামোহনা থানায় শ্বশুর, শাশুড়ি,স্বামীএবং অন্য এক সহযোগী মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গৃহবধূ। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামলে সকলে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে আত্মগোপন করে।
পুলিশ তদন্ত চালিয়ে কাঁথি ১ ব্লকের গোপালপুর গ্রামের একটি ইটভাটার পাশে ঝুপড়ি ঘরে আত্মগোপন করে থাকা শশুরকে গ্রেফতার করে। ধৃতকে মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তদন্ত চালাচ্ছে।
Author: ekhansangbad
Post Views: ৬১