নাবালিকা অপহরণের দায়ে অভিযুক্ত এবং তার সহকারীকে গ্রেফতার করলো এগরা থানার পুলিশ। অভিযোগ পরিচারিকার কর্মসূত্রে ভগবানপুরের এক দমপতি এগরা থানার রাসন এলাকায় ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন। গত কয়েকদিন আগে তার শিশু কন্যা অপহৃত হয় বলে অভিযোগ এগরা থানায় জানায়। এগরা থানা অপরাধীকে গ্রেফতার না করলে ভগবানপুরের বাসিন্দাগণ এসে এগরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ চলাকালীন এক বয়স্কা অসুস্থ হয়ে পড়েন। তার পর পুলিশ তৎপর হয়।
সোমবার অভিযান চালিয়ে রাসন এলাকার বাসিন্দা অভিযুক্ত গৃহবধূ এবং পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার পুরুষোত্তমপুর এর বাসিন্দা অভিযুক্তের সহকারী এক গৃহবধূ কে গ্রেফতার করে। ধৃতদের মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে নাবালিকা উদ্ধারের জন্য ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।