Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহীদ দিবসের মঞ্চ থেকে বিজেপিকে উৎখাতের ডাক তন্ময় ঘোষের

ধর্মতলা চলো অভিযান সফল করার আহ্বানে ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার খঞ্চি গুনধর আদর্শ বিদ্যালয়ের অডিটোরিয়ামে । নন্দকুমার ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে এই প্রস্তুতি সভা জনসমুদ্রের রূপ ধারন করে। সভায় সভাপতিত্ব করেন নন্দকুমার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস।সভা পরিচালনা করেন সহঃ সভাপতি প্রদীপ দে।বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
বিধায়ক উত্তম বারিক তৃণমূল স্তর থেকে সংগঠনকে ঢেলে সাজানোর আবেদন জানান। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বিজেপির মেরুকরণের রাজনীতি ও জনবিরোধী অর্থনৈতিক নীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে ব্রতী হওয়ার আহ্বান জানান।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ তাঁর বক্তব্যে দলীয় শৃঙ্খলা রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লীর মসনদে আসীন করার লক্ষে রাজ্যের ৪২ টি লোকসভা আসনের মধ্যে ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করতে সমস্ত কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
তন্ময় বাবু আগামী ২১ শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলা তলা চলো অভিযান সফল করার আবেদন জানান। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি র বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাত করে গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকার গঠনের ডাক দেন তন্ময় ঘোষ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read