প্রদীপ কুমার সিংহ :- দেনার দায়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম তারক নাথ বিশ্বাস(৫১)। বাড়ির দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর আটঘরা প্রাইমারি স্কুলের পাশে। স্থানীয় সূত্রে খবর তারক বাবু ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি এজেন্ট ছিলেন। বাজারে অনেক টাকা দেনা করে ছিলেন। মাজে দেনা দায়ে নিজের বসত দোতলা বাড়ির উপরের অংশটা বিক্রি করে দেনা কিছুটা মিটিয়ে ছিল। কিন্তু আরো দেনা থাকায় পাওনা দাররা বাড়িতে এসে হুমকি দিয়ে যেত। তার ফলে মানসিক যন্ত্রণায় তারকবাবু অনেকদিন ধরেই ভুগছিলেন। শেষে বুধবার সকালে বাড়ির একটা ঘরেতে গলায় দড়ি দেয় তারক বাবু ।
বাড়ির অন্য মানুষরা জানতে পারলে স্থানীয় বাসিন্দারে খবর দেয়। তারা সঙ্গে সঙ্গে তারক বাবুকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে যায়। হাসপাতালে চিকিৎসক তারক বাবুকে দেখে মৃত বলে ঘোষণা করে। এই খবর এলাকা ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। বারুইপুর থানায় খবর গেলে
বারুইপুর থানার পুলিশ তারক বাবুর নিথর দেহটি নিয়ে যায়। এই অস্বাভাবিক মৃত্যুর জন্য বারুইপুর থানার পক্ষ থেকে তদন্ত শুরু করেছে।