Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বারচৌকা বেসিন এলাকার স্থায়ী বন্যা প্রতিরোধের দাবীতে সভা

পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমার বারচৌকা বেসিন এলাকার স্থায়ী বন্যা প্রতিরোধের দাবীতে আন্দোলনকে শক্তিশালী করতে ভগবানপুর-২ ব্লকের বনমালীচক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে “বারচৌকা বেসিন সংস্কার গন সংগ্রাম কমিটি”র উদ্যোগে আজ বিকালে ভুক্তভোগীদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন কমিটির সভাপতি গয়া প্রসাদ মাইতি। বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সূর্যেন্দু বিকাশ পাত্র, বাসুদেব বর্মন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন কমিটির সভাপতি উৎপল প্রধান। সভা থেকে উপরোক্ত দাবীতে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read