Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশপ্রাণ মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক  অনুষ্ঠান

কাঁথি ৩ ব্লকের দেশপ্রাণ মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক  অনুষ্ঠান হয়। বীরেন্দ্রনাথ শাসমল এর  আবক্ষ মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি ও  বিধায়ক  উত্তম বারিক। উপস্থিত ছিলেন পটাশপুর ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযূষ কান্তি পন্ডা, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র,  কলেজ পরিচালন কমিটির সভাপতি ও হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাপতি জ্যোতির্ময় কর, দীঘা ফিসারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব কর এবং সম্পাদক শ্যামসুন্দর দাস, হলদিয়া এনার্জি লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট সৌমেন দত্ত, কলেজ পরিচালন কমিটির সদস্য ও আইনজীবী আবু সোহেল , শিক্ষা কর্মী ও পরিচালন কমিটির সদস্য সৌম্য মাইতি, সভার সভাপতি ছিলেন অধ্যক্ষ ডঃ  সু বিকাশ জানা।

বুধবার এই অনুষ্ঠানে  ষষ্ঠ সেমিস্টারের যারা পাস করে গেছে কৃতী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পৃথক পৃথকভাবে  সমস্ত বিভাগ  থেকে ২০ জন ছাত্র-ছাত্রীকে  সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ছাত্র-ছাত্রীদের দ্বারা নাচ গান সহ মনোজ সংস্কৃতি  অনুষ্ঠান পরিবেশিত হয়। দুপুরে ছাত্রছাত্রীরস প্রীতি ভোজে সামিল হয়।  তারপরে বাংলা ব্যান্ডের অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে ছাত্র সংসদের পক্ষ থেকে অরণ্য বর, ঋজু মন্ডল, নেহা জানা, শেখ জালাল, শেখ মুন্না, অনুরাগ গিরি, অসীম মন্ডল সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানিয়েছে।

সভাধিপতি উত্তম বারিক বক্তব্য বলেন  নবীন বরণ হচ্ছে নবীন দের সঙ্গে  উচ্চতর ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সবার সঙ্গে মেলবন্ধন তৈরি করে, দেশপ্রাণ মহাবিদ্যালয় অনেক বছর ধরেই আমি আসছি এবং প্রতিবছরই আমি পরিবারের মতন সবার সঙ্গে পাশে থাকি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read