Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোবরা সম্প্রীতির ময়দানে শুরু হলো পিঠেপুলি ও সম্প্রীতির উৎসব

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার গোবরা পঞ্চায়েতের গোবরা সম্প্রীতির ময়দানে শুরু হলো পিঠেপুলি ও সম্প্রীতির উৎসব ২০২৪। এই উৎসব প্রথম বর্ষে শুরু হলো মহাসমারোহে। এই পিঠে পুলি ও সম্প্রীতির উৎসবের আয়োজনে গোবরা গ্রাম পঞ্চায়েত ও গোবড়া নজরুল সংঘ।


ডিসেম্বর মানেই শীতকাল শীতকালে বাঙালির জনপ্রিয় খাবার পিঠে পুলি, প্রত্যেকটা বাঙালি প্রত্যেক বছর মুখিয়ে থাকে শীতকালে পিঠেপুলি খাওয়ার জন্য। বাঙালির প্রত্যেকটা ঋতুতে প্রত্যেকটা খাবারের সাথে সাথে বিভিন্ন অনুষ্ঠান জুড়ে থাকে।

পিঠে পুলি উৎসবে বিভিন্ন ধরনের পুলিপিঠের মধ্যে দেখা গেল মুগেরপুলি, ভাজাপুলি, দুধপুলি, চন্দ্রপুলি আর সেদ্ধপুলি। এছাড়াও পাটিসাপটা, গোকুলপিঠে, পোস্তর পিঠে, নারকেল পিঠে, সরুচাকলি, গড়গড়া, পাতসিজা ইত্যাদি পিঠেপুলি ছিল চোখে পড়ার মতো।

এই পিঠে পুলি ও সম্প্রীতি উৎসবে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তৎসহ প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন রামনগর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস, উপস্থিত ছিলেন রামনগর এক বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রোজিনা বিবি, উপস্থিত ছিলেন রামনগরে এক খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম, উপস্থিত ছিলেন গোবরা ও অঞ্চলের প্রধান দীপিকা পয়রা, উপস্থিত ছিলেন গোবরা পিঠেপুলি উৎসব ও নজরুল সংঘের সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র, সম্পাদক মিনারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী বিভাষ মিশ্র সহ অন্যান্য অতিথি ও জ্ঞানীগুণী ব্যক্তিগণ সহ এলাকাবাসী।

রামনগরের বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন অন্যান্য সময় অন্যান্য মেলা হয় কিন্তু শীতকালে শীতের সময় পিঠেপুলি মেলা হয়, শীতকালে এটা বেশিক্ষণ ভালো করে থাকে, চাল সুজি দিয়ে তৈরি পিঠেপুলিএই সময় খুব ভালো হয় । এর জন্যই শীতকালে পিঠে পুলি অনুষ্ঠানটি হয়।

সংস্থার সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গোবরা পঞ্চায়েত ও নজরুল সংঘের যারা দায়িত্বে আছেন তাদের বহুদিনের প্রস্তাব ছিল এই বছর বাস্তবের রূপায়িত হল, এই পিঠেপলি উৎসবে বারোটি সংঘ মিলে দোকান দিয়েছে এবং কাস্টমারের ভিড় ছিল চোখে পড়ার মতো।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read