পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের অন্তর্গত পানিপারুলে একটি অতি বিরল প্রজাতি কচ্ছপ পাওয়া যায় । কঁথি ২ নম্বর ব্লকের দুরমুট গ্রামের বাসিন্দা সেক সাবার হোসেন কর্মসূত্রে পানিপারুলে নিজের কাজের সাইডে থাকাকালীন কাজ করতে করতে একটি ছোট্ট ইন্ডয়ান আইড প্রজাতির কচ্ছপ বাচ্চা দেখতে পেয়ে তাকে সযত্নে তুলে রাখেন। তার পরে বন বিভাগ সহ এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি কে জানান। সকালে পঞ্চায়েত সমিতির সভাপতি দিনেশ প্রধানের সহযোগিতায় এগরা বিট অফিসে প্রানীটিকে পৌঁছে দেওয়া হয়। এগরা বিট অফিসের আধিকারিক এই কচ্ছপটিকে উদ্ধার করতে পেরে আনন্দ প্রকাশ করেন
Author: ekhansangbad
Post Views: ৭৬