এবার মির্জাপুর ও আমদেহির মধ্যে তৈরি হবে স্থায়ী পাকা ব্রীজ। এদিন ব্রীজ পরিদর্শনে গেলেন বিধায়ক, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের আমদেহি গ্রামের মধ্যে সমস্যা ছিল একটি সেতু নির্মাণের। ভাঙা সেতু ছিল একমাত্র ভরসা। এবার তার পাশেই তৈরি হচ্ছে একটি নতুন ব্রীজ। আগামী দিনে আর সমস্যা হবে না। সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু হয়েছে বলে দাবি করেছেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।
স্থানীয় বিধায়ক জানিয়েছেন, প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর দাবি মেনেই স্থায়ী সেতু নির্মাণ করা হচ্ছে। উপস্থিত ছিলেন ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান রুউপ হোসেন, আমেদ আলি খান, আপতার খান ও যোগেন্দ্রনাথ মাইতি প্রমুখ। তবে স্থানীয় এলাকার বাসিন্দারা খুবই খুশি।