বাবরি মসজিদ ধ্বংসের স্মরণ দিবস উপলক্ষে ও ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বাতিলের দাবিতে সোচ্চার হল কাঁথি মুসলিম শরাহ কমিটি।পাশাপাশি আজমির শরিফের পবিত্রতা নষ্ট , দেশজুড়ে মসজিদ ও ধর্মীয় স্থান ধ্বংসের চক্রান্ত, ভারত ও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের দাবিতে মহামিছিল এবং বিক্ষোভ সমাবেশ হল কাঁথি শহরের চৌরঙ্গী মোড়ে।
দারুয়া ময়দান থেকে বিক্ষোভ মহামিছিল শুরু হয়। শহরের আউটডোর হাসপাতাল থেকে সরস্বতীতলা শ্রীরূপা রাস্তা হয়ে ক্যানেপাড় ভবতারিনী মন্দির থেকে চৌরঙ্গী মোড় এ মিছিল এসে থামে। মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ সমাবেশে বহু মানুষ জমায়েত হয়। কাঁথি শরাহ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান বলেন এই মহা মিছিল ভন্ডুল করার জন্য কতিপয় দুষ্কৃতকারী চেষ্টা চালায় এবং সরস্বতীতলা সংলগ্ন এলাকায় জয় শ্রীরাম ধ্বনী দেয় কতিপয় দুষ্কৃতি। অভিযোগ করলে দুষ্কৃতকারীদের পুলিশ আটক করে। উত্তেজনা ছড়ালেও শরাহ কমিটির নেতৃত্বদের তত্ত্বাবধানে শান্তভাবে মহা মিছিল হয় বলে দাবি করেছেন।
এই সভা থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এর তীব্র প্রতিবাদ করা হয়। এছাড়াও দাবি করা হয় এই জঘন্য রাজনীতি বন্ধ না হলে শরাহ কমিটির নেতৃত্বে আন্দোলন জারি থাকবে। শুধু তাই নয় আমরণ আন্দোলন চালাবেন বলে দাবি করেছেন। সর্বোপরি ওয়াকফ সম্পত্তি সম্পর্কে অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে তা বাতিল করার দাবি জারি থাকবে এবং বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এছাড়াও আজমীর শরীফের পবিত্রতা নষ্ট ও মসজিদ সহ ধর্মীয় স্থান ভেঙে দেওয়ার চক্রান্ত এর বিরুদ্ধে আন্দোলন চলবে বলে জানান।সম্প্রীতির মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে হবে আন্দোলন। এই সভায় উপস্থিত ছিলেন শরাহ কমিটির সহ-সভাপতি আয়ুব আলী খাঁন, মসিউদ্দিন আলমগীর, শেখ মোশারফ, কামরুল আলী শাহ, মঞ্জুর আলী খাঁন, কারী মোহাম্মদ রফিক আলম, শেখ ওমর ফারুক,সেক ইসবার, মুফতি আজিজুল রহমান, কারি রফিক আলম প্রমুখ।