Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তাম্রলিপ্ত রাজবাড়ীর আম্রকুঞ্জে হলো তিন দিনব্যাপী নাট্য অনুষ্ঠান

ডিসেম্বরের প্রথম সপ্তাহে সন্ধের সময় গায়ে হালকা শীতের আমেজ আর সামনে মুক্ত মঞ্চে নাটক দেখার অনুভূতিটাই আলাদা। তা আবার যদি হয় তাম্রলিপ্ত রাজবাড়ীর আম্রকুঞ্জে। পূর্ব মেদনীপুর জেলার ঐতিহ্যবাহী তাম্রলিপ্ত রাজবাড়ীর আম্রকুঞ্জে শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হলো তিন দিনব্যাপী নাট্য অনুষ্ঠানের।আয়োজনে রঙ্গন পার্বণ, এবছর সপ্তম বর্ষে পদার্পণ করে এই রঙ্গন পার্বণের অনুষ্ঠান। অনুষ্ঠানে শুরুতে একদিকে মঞ্চে সেতারের আওয়াজ অপরদিকে বিখ্যাত শিল্পী অসিত সাঁইয়ের হাতের ছোঁয়ায় নদীর পাড়ের অপরূপ দৃশ্য ফুটে ওঠে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারম্যান লীনা মাভোই রায়, তমলুকের বিশিষ্ট নাট্য শিল্পী পরিমল দাশগুপ্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। সন্ধ্যে হওয়ার সঙ্গে সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধনের পরেই ঘন্টা বাজিয়ে শুরু হয় নাটক।

তমলুক শহরে সেভাবে ভালো কোন হলঘর নেই তাই সেই দুর্বলতাটাকে দুর্বলতা না ভেবে রাজবাড়ির আম্রকুঞ্জে মুক্তমঞ্চে এই তিন দিনব্যাপী নাটকের আয়োজন করা হয়েছে, শুধু এই রাজ্য নয় ভিন রাজ্য থেকেও বিভিন্ন নাটকের দল এই রঙ্গন পার্বণে অংশগ্রহণ করবে এমনটাই জানান রঙ্গন পার্বণের সভাপতি অরিজিত পাল।

এখনো যে সমস্ত নাট্যপ্রেমী মানুষ রয়েছে তারা এই নাটক দেখার মাধ্যমে নাটকের ভালো দিকগুলো শারীরিক,মানসিক ও সামাজিক ভাষায় প্রচার করবেন। এবং রঙ্গন যে এই নাটক এখনো চালিয়ে নিয়ে যাচ্ছে তাই সংগঠনের সদস্যদের সাধুবাদ জানিয়েছেন তমলুকের বিশিষ্ট নাট্য শিল্পী পরিমল দাশগুপ্ত।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read