কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের ৫ নম্বর ভোটকেন্দ্রের নির্বাচনী প্রস্তুতি হল কাঁথি ২ দেশপ্রাণ ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে। রবিবার সকালে দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর বাজারে ভূপেন্দ্র স্মৃতি পাঠাগার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। আসন্ন কাঁথি কো অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন কে কেন্দ্র করে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিধায়কতা তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাপতি জ্যোতির্ময় কর, কাঁথি পুরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি, ব্লক তৃণমূলের সভাপতি রাজকুমার শীট,ব্লক যুব তৃণমূলের সভাপতি দীনেশ দাস সহ ৫ নম্বর কেন্দ্রের অফিসিয়াল প্যানেলের প্রার্থী তথা জেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ জানা, মামুদ হোসেন,বলাই পয়ড়্যা,সমীর গিরি।
প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানালেন অখিল গিরি ,সুপ্রকাশ গিরি , জ্যোতির্ময় কর সহ অন্যান্য নেতৃত্ব। সিদ্ধান্ত হয় কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের স্বচ্ছ পরিচালন ব্যবস্থা আনতে হলে তৃণমূলের প্রার্থীদের জয়ী করতে হবে।