Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রবীণ কন্ঠের ৩০ তম পদার্পণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

পূর্ব মেদনীপুর জেলা কাঁথি মহাকুমা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির উদ্যোগে কাঁথির ক্ষেত্রমন বিদ্যাভবনে প্রবীনদের পত্রিকা ” প্রবীণ কন্ঠ ” পত্রিকা ৩০ বছর উদযাপিত হল ,৩০ টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে । উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্য কো- অর্ডিনেশন কমিটি কাথি শাখার সম্পাদক অনল দাস। ৩১২ জন প্রবীণ সরকারি কর্মচারী সদস্যগন পরিবার নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার মাধ্যমে দিনটি উদযাপন করেন ।

খেলাধুলা,গান, আবৃত্তি,অঙ্কন প্রতিযোগিতা হয় । বাল্যবিবাহ,নারী সুরক্ষা, থ্রেট কালচার নিয়ে একটি আলোচনা সভা হয়। সভায় উঠে আসে ভারত বর্ষ এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের প্রসঙ্গ ।আলোচনা সভায় ৩৯ শতাংশ মহার্ঘ ভাতার দাবি উঠে ।

“প্রবীণ কন্ঠ ” মুখপত্রের প্রসঙ্গ ধরে বক্তব্য রাখেন জেলার নেতৃত্ব নিমাই আদক ,জেলা সম্পাদক মিহির খাঁড়া, কাঁথি মহকুমা সম্পাদক লক্ষীকান্ত জানা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কল্যাণ সিংহ এবং মির্জা সাহানা বেগম
। পাশাপাশি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় মরনোত্তর দেহদান অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন ৪৩ জন এবং চক্ষুদান অঙ্গীকার পত্রে ১৯ জন প্রবীণ স্বাক্ষর করেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read