পূর্ব মেদনীপুর জেলা কাঁথি মহাকুমা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির উদ্যোগে কাঁথির ক্ষেত্রমন বিদ্যাভবনে প্রবীনদের পত্রিকা ” প্রবীণ কন্ঠ ” পত্রিকা ৩০ বছর উদযাপিত হল ,৩০ টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে । উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্য কো- অর্ডিনেশন কমিটি কাথি শাখার সম্পাদক অনল দাস। ৩১২ জন প্রবীণ সরকারি কর্মচারী সদস্যগন পরিবার নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার মাধ্যমে দিনটি উদযাপন করেন ।
খেলাধুলা,গান, আবৃত্তি,অঙ্কন প্রতিযোগিতা হয় । বাল্যবিবাহ,নারী সুরক্ষা, থ্রেট কালচার নিয়ে একটি আলোচনা সভা হয়। সভায় উঠে আসে ভারত বর্ষ এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের প্রসঙ্গ ।আলোচনা সভায় ৩৯ শতাংশ মহার্ঘ ভাতার দাবি উঠে ।
“প্রবীণ কন্ঠ ” মুখপত্রের প্রসঙ্গ ধরে বক্তব্য রাখেন জেলার নেতৃত্ব নিমাই আদক ,জেলা সম্পাদক মিহির খাঁড়া, কাঁথি মহকুমা সম্পাদক লক্ষীকান্ত জানা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কল্যাণ সিংহ এবং মির্জা সাহানা বেগম
। পাশাপাশি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় মরনোত্তর দেহদান অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন ৪৩ জন এবং চক্ষুদান অঙ্গীকার পত্রে ১৯ জন প্রবীণ স্বাক্ষর করেন।