Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হলদিয়ায় ৩য় সম্মেলন বাসুদেবপুরে অনুষ্ঠিত হলো

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া উত্তর এরিয়ার ৩য় সম্মেলন বাসুদেব পুরে অনুষ্ঠিত হয়।অভিযোগ
দুর্গাচকের গিরিশ মোড়ে গত ২০১৬ সালে তৃণমূলের দুষ্কৃতিকারীরা  এরিয়া কমিটির অফিস (শৈলেন দাশগুপ্ত ভবন) আক্রমণ করে ভাঙচুর করে এবং  শৈলেন দাশগুপ্তর মূর্তিটি ও ভেঙে দেয়। এলাকার সাধারণ মানুষের উদ্যোগে ও সহযোগিতায়  পুনরায় তৈরী হয় মূর্তিটি। আজকে সেই মুর্তির উন্মোচন করেন জেলা সম্পাদক নিরঞ্জন সিহি।শ্রদ্ধা জানান উপস্হিত নেতৃত্ব গন।

নতুন কলকারখানা গড়ে তোলা, বন্ধ কলকারখানা  খোলা,শ্রমিকের কাজ, মজুরির দাবিতে –বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নির্যাতন, বাংলাদেশ সহ ভারতের সংখ্যালঘুদের উপর আক্রমনের প্রতিবাদে –গিরিশ মোড় থেকে বর্ণাঢ্য মিছিল মঞ্জুশ্রী মোড় অতিক্রম করে পৌঁছায় বাসুদেবপুর সম্মেলন মঞ্চে।
পতাকা উত্তোলন ও শহীদ  শ্রদ্ধা জানিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলী সদস্য – সুব্রত পন্ডা। শেষে পর্যালোচনা মূলক বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলী সদস্য  পরিতোষ পট্টনায়েক।
উপস্হিত নেতৃত্ব- হিমাংশু দাস, রীতা দত্ত, অচিন্ত্য শাসমল,পূর্বাশা সামন্ত।

এরিয়া কমিটির বিদায়ী সম্পাদকের পেশ করা প্রতিবেদনের উপর ১৯ টি শাখার  প্রতিনিধিগন আলোচনায় অংশ নেন।
১২২ জন প্রাতিনিধির উপস্হিতিতে সম্মেলন থেকে আগামী দিনের জন্য নতুন  গঠিত ১৯ জনের কমিটিতে সর্বসম্মতিক্রমে শ্যামল দাস অধিকারী পুনরায় এরিয়া কমিটির সম্পাদক নির্বাচিত হন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read