Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে দীঘায় উৎসাহ তুঙ্গে

মঙ্গলবার দুপুর ২টা নাগাদ দিঘায় পৌঁছাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কোলকাতায় থেকে  আকাশপথে হেলিকপ্টারে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহরের আসবেন তিনি। নতুন দিঘা থেকে সড়ক পথে পুরানো দিঘাতে আসবেন। থাকবেন পুরানো দিঘায়, দীঘি আবাসনে। বিকেলে যেতে পারেন জগন্নাথ মন্দিরে কাজ দেখতে। পরের দিন অর্থাৎ বুধবার প্রশাসনিক বৈঠক করতে পারেন দিঘায়। কথা হতে পারে জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও। এছাড়াও হোটেল সংগঠনের কর্তাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। প্রশাসনের একটি সূত্র জানায়, হেলিকপ্টারে দিঘায় আসছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে জগন্নাথ মন্দির ঘিরে আকর্ষণ তুঙ্গে। দিঘা চৈতন্য গেট তৈরির কাজ বা মাসির বাড়ি, অর্থাৎ পুরনো জগন্নাথ মন্দিরের সবটাই সাজানোর কাজ চলছে। চলতি বছরের মাঝামাঝি এই মন্দিরের উদ্বোধন হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা কাজের প্রয়োজনে কিছুটা সময় চেয়ে নিয়েছে।

মুখ্যমন্ত্রী সরজমিনে  খতিয়ে দেখার পরে প্রশাসন ও নির্মাণকারী সংস্থার মধ্যে  বৈঠক হবে এবং সেখানেই উদ্বোধনের দিন নির্ধারন হবে বলে শোনা যাচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রীর সফরে যাতে কোনও বিতর্ক সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। মাইকিং করে ঘোষণা করা হচ্ছে যত্রতত্র ময়লা ফেলা বা গরু ছেড়ে রাখা যাবে না। ফুটপাতে যেখানে সেখানে যেমন দোকান বসানো যাবে না তেমনি বিচের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে যাওয়া যাবে না।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read