কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা এসে পৌঁছল মঙ্গলবার। নির্দেশিকায় বলা হয়েছে পরিবর্তিত ৩ টি নির্বাচন ক্ষেত্রে ভোটারদের জন্য যাতাযাতের ব্যবস্থা রাখতে হবে। বলা হয়েছে নির্বাচনক্ষেত্র ৩,৪ ও এগরার জন্য পূর্ব ঘোষিত কেন্দ্র থেকে স্থানান্তরিত কেন্দ্র পর্যন্ত ভোট দাতাদের যাতাযাতের ব্যবস্থা রাখতে হবে। দ্বিতীয়তঃ ১,২,৩,৪, এবং এগরা নির্বাচনক্ষেত্রের জন্য রাজ্যকে আধা সামরিক বাহিনীর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা অবশ্যই রাখতে হবে। সর্বোপরি নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে হবে।
কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা এ আর সি এস সুব্রত গায়েন বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত প্রস্তুতি চলছে। ১৪ টি কেন্দ্রে প্রায় ২৪১ টি বুথ করা হবে। তার জন্য প্রায় ১২৫০ কর্মী নিযুক্ত থাকবে। সকাল ৯’টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলবে। বিকাল ৩ টা থেকে প্রতিটি বুথে গণনার কাজ শুরু হবে। এদিনই নির্বাচনের ফল ঘোষণা হবে। ১০৮ জন ডেলিগেড এর জন্য ৩৮১ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। ৮২১৪০ জন ভোটার এদিন ভোট দান করবেন। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।