নিজস্ব সংবাদদাতা: কাঁথি ,১০ ডিসেম্বর – পূর্ব মেদিনীপুর জেলা মারিশদা এরিয়া কমিটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ অন্যান্য সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনা নিন্দা করে একটা মিছিল নারিন্দা পরিক্রমা করে।পরে পথসভায় সাম্প্রদায়িকতা এবং বিভাজনের নীতির নিন্দা করে বক্তব্য রাখা হয়।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের আক্রমণের বিরুদ্ধে নাচিন্দা বাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সম্প্রীতি ও মানবিকতার বার্তা দিয়ে বক্তব্য রাখেন সিপিআইএম পার্টির নেতৃত্ব আশিস প্রামানিক ,কৃষ্ণপদ মাইতি ,কালীপদ শীট, মারিশদা এরিয়া কমিটির সম্পাদক পিনাকীরঞ্জন দাস,হিমাংশু পণ্ডা, প্রতাপ দাস, আশিষ পান্ডা।
Author: ekhansangbad
Post Views: ২৪