Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এগরায় সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে দুর্নীতি দমন  শাখার হানা


মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরায় হানা দেয় দুর্নীতি দমন শাখা বা এসিবি । এগরা পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের এগরা ও কলকাতার ঠিকানায় একযোগে তল্লাশি চলে। সেখান থেকেই এই বিভিন্ন নথি উদ্ধার হয় বলে খবর।
কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সরকারি প্রকল্প সাধারণ মানুষের জন্য। তাই কোনও ভাবেই এই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা যাবে না। কোনও রকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না। সেই বৈঠকে সরকারের বাড়ি বাড়ি জলের জন্য প্রকল্প জলস্বপ্নের কাজ নিয়ে প্রশ্ন ওঠে। ঠিকাদার, ইঞ্জিনিয়ারদের একাংশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। এই আবহে এগরায় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তল্লাশি ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে।


দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা এগরার ব্যাঙ্কেও তল্লাশি চালায় বলে খবর। মঙ্গলবার দুপুর থেকে রাত অবধি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে কসবা­-এগরা এলাকায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে তল্লাশি চলে। সঙ্গে কলকাতার ফ্ল্যাটেও অভিযান চালানো হয়। তবে নগদ অর্থ কিংবা অন্যান্য কোনো আর্থিক বিষয়ের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হচ্ছে। এই বিষয়ে সত্যত্যা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু দুর্নীতি দমন শাখা কিংবা পুলিশের পক্ষ থেকে সঠিক কোনো তথ্য সামনে আসেনি।
সূত্রের খবর, ওই ইঞ্জিনিয়ার এগরা পুরসভায় কর্মরত থাকাকালীন তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এর পর তাঁকে ধূপগুড়ি পুরসভায় বদলি করে দেওয়া হয়েছিল। পুরসভা সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারিতে অবসর নেবেন তিনি। আপাতত তিনি ছুটিতে আছেন। মঙ্গলবার থেকে তাঁর বাড়িতেই শুরু হয় তল্লাশি। সূত্রের খবর, এগরা পুর এলাকায় জল প্রকল্পের কাজ নিয়েই এই প্রাক্তন ইঞ্জিনিয়ার তদন্তকারীদের স্ক্যানারে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read