Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবৈধ জায়গায় দোকান তৈরির অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে

পূর্ব মেদিনীপুর জেলার  রামনগর ২ ব্লকের পালধুই পঞ্চায়েতের সংলগ্ন দুবদা বেসিন ক্যানেল এর লালুপুল ব্রিজের উত্তর পাশে রাতের অন্ধকারে সেচ দপ্তরের প্রায় ৫০০ মিটার জায়গা দখল করে দোকান তৈরির অভিযোগ  কার্তিক বেজ নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। এই ৫০০ মিটার জায়গায় প্রায় ১০ টি দোকান তৈরির অভিযোগ ।খবর পেয়ে রামনগর থানার পুলিশ  মঙ্গলবার রাত্রে ওই অবৈধ দোকান বুলডোজার দিয়ে ভেঙ্গে দিলো। যদিও দোকান তোলার সময়ে পুলিশকে বাধার মুখে পড়তে হয়।

স্থানীয় রামনগর ২ পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি বলেন পালধুই পঞ্চায়েত থেকে ৩০০ মিটার দূরে দুবদা বেসিন ক্যানেলের পাশে একটি রাস্তা আছে। যে রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। এই রাস্তা ১৪ মাইল থেকে লালুপুল পর্যন্ত তৈরি হওয়ার প্রচেষ্টা চলছে।অনুপ মাইতি জানিয়েছেন  এই পালধুই পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় একের পর এক জায়গা দখল চলছে, এমনকি বিক্রি হয়ে যাচ্ছে। আজকে আমরা দেখলাম ব্রিজ থেকে ৪০০ মিটার পর্যন্ত ২০০ থেকে ৩০০ খুঁটি পুতে জায়গা দখল চলছে। রাতের অন্ধকারে এগুলো চলাকালিন এলাকাবাসী যখন আমাদের খবর দেয়, আমরা প্রশাসনের দারস্থ হই এবং আমরা এসে দেখি ঘটনাটি সত্যি।

পালধুই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের সভাপতি বন বিহারী মাইতি অভিযোগ করেন আমরাও বিগত দিনে এই পঞ্চায়েতে দায়িত্বে ছিলাম এরকম বিরল ঘটনা দেখা যায়নি কোনদিন।এই এলাকায় আমার বাড়ি, এর আগেও গাছ কেটে জায়গা পাইয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। ব্যক্তিগতভাবে প্রতিবাদ করতে গেলে আমার উপর আক্রমণ হয়েছিল। আমি রামনগর থানায় এফ আই আর দায়ের করি।  এখনো সেই সমস্যা  নিষ্পত্তি হয়নি এবার ক্যানাল পাড়ের উত্তর পাশে কাউকে কাউকে জায়গা পাইয়ে দেওয়ার অভিযোগ শুনছিলাম মোটা অংকের বিনিময়ে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read