কাঁথি শহরে রাওরিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে আগামী ১৬ই ডিসেম্বর ত্রয়োবিংশতিতম কাঁথি বইমেলা শুরু হতে চলেছে। এবার বইমেলার থিম বিদ্যাসাগর। ১৬ ডিসেম্বর সোমবার বিকালে বর্ণময় শোভাযাত্রা শহর পরিক্রমার মাধ্যমে শুভ সূচনা হবে। শোভা যাত্রায় বাংলা ও বাঙালির শ্রেষ্ঠত্বের ট্যাবলো ও মানবতাবাদের ট্যাবলো সম্বলিত বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করবে। তারপর শুভ উদ্বোধন করবেন কাঁথি রামকৃষ্ণ মিশন এর সম্পাদক স্বামী জ্ঞানলকানন্দজী মহারাজ। উপস্থিত থাকবেন অন্যান্য অতিথিবৃন্দ।
মেলায় এবার ২৮ টি নামিদামি প্রকাশনার স্টল থাকবে বলে জানালেন বইমেলা কমিটির সভাপতি অমলেন্দু বিকাশ জানা। ১১ দিন ধরে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা সাহিত্য সম্মেলন এর আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানালেন সংস্থার সম্পাদক সোমনাথ দাস। ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিশু স্বাস্থ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানালেন যুগ্ম সম্পাদক শুভেন্দু ঘোষ। ওই মেলাকে সুন্দর করে গড়ে তোলার চরম প্রস্তুতি চলছে।