ধান কাটার মেশিন কাদায় বসে গেলে তাকে তুলতে গিয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার এগরা থানার গনেশ্বরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামের বাসিন্দা কুনাল দাস ধান কাটার মেশিনে এনে ধান কাটার কাজ করছিল। মাঠে জল থাকায় মেশিনটি বসে যায়। তাকে বাঁশ লাগিয়ে কপিকল দিয়ে তোলার চেষ্টা করছিল। এই সময় বাঁশ ভেঙ্গে হুড় মুড়িয়ে পড়ে যায়। গুরুতর জখম হয় সুব্রত ভূঁইয়া ও কুনাল দাস।
তাদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কলকাতা স্থানান্তরিত করে। স্থানীয় সূত্রে জানা গেছে রাস্তায় যাওয়ার সময় সুব্রত ভূঁইয়ার মৃত্যু হয়। কুনাল দাস কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে বুধবার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Author: ekhansangbad
Post Views: ২৮