Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অষ্টম বর্ষের মংলামাড়ো উৎসবের সূচনা করেন শিশির অধিকারী

অষ্টম বর্ষের মংলামাড়ো উৎসবের সূচনা করেন কাঁথির প্রাক্তন বর্ষিয়াণ সাংসদ শিশির অধিকারী। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের মংলামাড়ো উৎসব সমিতির আয়োজিত মংলামাড়ো মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁথির বর্ষিয়াণ সাংসদ শিশির অধিকারী। তিনি জানিয়েছেন, এতো আমার ঘরের মেলা। এরা আমাকে প্রত্যেক বছর ডাকে, তাই আমি আসি। এতদ অঞ্চলের মানুষ এই মেলা উপভোগ করে।

শিশিরবাবু বলেন, “এই মেলা খুবই নামকরা মেলা। কিন্তু কোন সরকারি সুযোগ সুবিধা পায় না। তবে এলাকাবাসীর সাহায্য নিয়েই এই মেলাটা হয়। কিন্তু এই মেলা খুবই আকর্ষণীয় ও তাৎপর্যপূর্ণ বলে দাবি করেছেন শিশির অধিকারী। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, দশ দিন ধরে চলবে মেলা। রয়েছে সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন  মেলা দেখার জন্য কেলেঘাই নদী সংলগ্ন এলাকায় বহু মানুষের সমাগম ঘটে। যা ছিল চোখে পড়ার মতো।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read