কাঁথি মহকুমা হাসপাতালে বহু প্রতীক্ষিত সিটি স্ক্যান পরিষেবা চালু হলো। গত ৯ ডিসেম্বর পিপিপি মডেলে সিটি স্ক্যান পরিষেবার জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বলে জানালেন হাসপাতালে সুপার ডাঃ অরূপ রতন করন। তিনি বলেন হাসপাতালের আউটডোরের পাশে এই পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। সফল হলে ঘোষিতভাবে পরিষেবা শুরু হবে।
হাসপাতালের রোগী ছাড়াও বাইরের রোগীরাও ভর্তুকি মূল্যে এই পরিষেবা পারবেন। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় প্রথম কাঁথি মহাকুমা হাসপাতালে এই পরিষেবা চালু হলো বলে জানা গেছে। এই পরিষেবা না থাকার জন্য সংকটজনক রোগীর ক্ষেত্রে সিটি স্ক্যান করতে হলে হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে বেসরকারি জায়গা থেকে করতে হতো। যার ফলে রোগীরা খুব সমস্যায় পড়তো। সেই সমস্যায় আর রোগীদের পড়তে হবে না।
Author: ekhansangbad
Post Views: ৭৪