Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিথ্যা মামলায় মুক্তি পেলেন ব্যাংক প্রবন্ধক।

মিথ্যা ধর্ষণের মামলা থেকে রেহাই পেলেন এক ব্যাংক প্রবন্ধক।এই মামলার রায় পেয়ে খুশি প্রবন্ধক।গত ৩ মে এক মহিলা বলাগেরিয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের তৎকালীন রামনগর শাখার প্রবন্ধক মানস প্রসাদ ঘটকের বিরুদ্ধে কাঁথি মহিলা থানায় ধর্ষণের  অভিযোগ দায়ের করে। কাঁথি মহিলা থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত মানস প্রসাদ ঘটককে গ্রেফতার করে। কয়েকদিন জেলে থাকতে ও হয়। তারপর জামিনে মুক্তি পান।বর্তমান তিনি বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের গলাগেড়িয়া শাখার প্রবন্ধক।

এই মামলা চলাকালীন অভিযোগকারীনি পরবর্তীকালে আবার একটি অভিযোগ দায়ের করেন মহিলা থানায়। অভিযোগে বলেন কয়েকজন তাকে প্রলুব্ধ করে এবং জোর করে এই ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বাধ্য করে।এবং তিনি যে সকল ব্যক্তি তাকে প্রলদ্ধ করে এই কাজ করিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আদালতে প্রমাণিত হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই মহিলা মিথ্যা মামলা করেছিল। সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর কাঁথি মহকুমা আদালতের বিচারক  অজয়ন্দ্রনাথ ভট্টাচার্য মানস প্রসাদ ঘটক কে নির্দোষ বলে জানিয়ে দেন বৃহস্পতিবার। এই মামলায় সরকারি আইনজীবী ছিলেন মনঞ্জুর রহমান। মানস বাবুর পক্ষে আইনজীবী ছিলেন অসীম চক্রবর্তী। অভিযোগকারীনি যেহেতু মিথ্যা মামলা করেছে বলে স্বীকার করে অভিযোগ দায়ের করেছেন বলে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি আদালত। মানস বাবু বলেন কতিপয় মানুষ তাকে অবৈধ কাজ করতে প্রলদ্ধ করেছিলেন। সেই কাজ না করায় এইভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল। তিনি বলেন আইনের প্রতি আস্তা ও ভরসা ছিল সেই কারণে  আজ তিনি সামাজিক প্রতিষ্ঠা ফিরে পেলাম। এই রায় পেয়ে তিনি  খুশি বলে জানিয়েছেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read