Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাড়ুয়াভিলা বোম বিস্ফোরণ কান্ডে অভিযুক্তর বাড়িতে এনআইএ -এর প্রতিনিধি দল

শুক্রবার  ভোরে সাত থেকে আট জনের এনআইএ প্রতিনিধি দল নাড়ুয়াভিলা বোম বিস্ফোরণ কান্ডে অভিযুক্ত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার কাঁথির বাড়িতে উপস্থিত হয়। ওই সময় বাড়িতেই ছিলেন পূর্ব মেদনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া।

তিনি বলেন, গত ২০২২ সালে ৩  ডিসেম্বর ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার নাড়ুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণ ঘটনার তদন্তের স্বার্থে আমার বাড়িতে এসেছিলেন এনআইএ প্রতিনিধি দল, আমার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার তা করেছি। আগামী দিনে আবার এলে সহযোগিতা করব।

তদন্তকারী অফিসাররা যখন বেরিয়ে যান তখন তদন্তকারী অফিসারদের হাতে দেখা যায়- একটি সাদা কাপড়ে মোড়া মোটা মোটা বেশ কয়েকটা ডাইরি ও একটি ল্যাপটপ ব্যাগ। তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলো কাঁথি থানার পুলিশ বাহিনী।

  এ বিষয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী বলেন, এনআইএ হাইকোর্টের নির্দেশে কাজ করছে, তবে আরো দ্রুততার সঙ্গে কাজ করা উচিত। এনআইএর কাজে কিছুটা খামতি থেকে যাচ্ছে যে কারণে মানব পড়ুয়া বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন দিব্যেন্দু।
 
ভগবানপুরের  বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি   দ্রুত এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ও দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থার দাবি জানান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read