সংশোধিত ওয়াকব বিলের প্রতিবাদে এবং আজমীর শরীফের পবিত্রতা রক্ষার দাবিতে ওয়াকব সুরক্ষা মঞ্চের প্রতিবাদ সভা হলো।
কাঁথি শহরে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এই প্রতিবাদ সভার আয়োজন করে ওয়াকব সুরক্ষা মঞ্চ। উপস্থিত ছিলেন আবু তালেব রহমানিয়া, কামরুজ্জামান,হাসিবুল রহমান প্রমুখ। দাবি সংশোধিত ওয়াকাব বিল বাতিল করতে হবে, আজমীর শরীফের পবিত্রতা নষ্ট করা যাবে না, মসজিদের নিচে মন্দির খুঁজে যাবে না সহ একাধিক দাবি তুলে ধরে প্রতিবাদ সভা হল। এই সভায় বিভিন্ন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন জমায়েত হন।
Author: ekhansangbad
Post Views: ২৫