Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাস্তা বন্ধ করে পেট্রোল পাম্প হওয়াই বিক্ষোভ দেখালো এলাকাবাসী

গ্রামের রাস্তা বন্ধ করে পেট্রোল পাম্প তৈরি হচ্ছে। এই কাজে পেট্রল পাম্প মালিককে মদত দিচ্ছে পুলিশ।এই অভিযোগ  অভিযোগ তুলে গ্রামের কয়েকশ বাসিন্দা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল। ঘটনা পূর্ব মেদিনীপুরের  নিমতৌড়িতে অবস্থিত জেলাশাসকের দপ্তর থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে ইড়খা গ্রামের।গত কয়েকমাস ধরে এমন অচলাবস্থা চলছে বলে অভিযোগ।

আন্দোলনকারী  গ্রামবাসীদের অভিযোগ ইড়খা গ্রামে জাতীয় সড়কের ধারেই একটি পেট্রোল পাম্প তৈরি হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ গ্রামের একমাত্র রাস্তা অবরোধ করে পেট্রোল পাম্প তৈরি করছে। এমনকি জল নিকাশির খাল মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে। আন্দোলকারীদের দাবী খাল বন্ধ করে দেওয়ার ফলে কয়েক বিঘা জমিতে জল নিকাশি হচ্ছেনা। পাকা ধান জলে পড়ে রয়েছে। অভিযোগ গ্রামের বাসিন্দারা প্রতিবাদ জানালেও পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কর্নপাত করেনি।

এরপরেই গ্রামবাসীরা নিজেদের রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেয়। অভিযোগ পুলিশকে জানানো হলেও ঘটনায় নীরব থেকেছে তারা। অভিযোগ পুলিশ ঘিরে দেওয়ার বাঁশ খুলে পাম্প কর্তৃপক্ষকে সহযোগিতা করে। বিকালে কয়েকশ গ্রামবাসী ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ হঠাতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। তবে গ্রামের মহিলারা রুখে দাঁড়ায় পুলিশের সামনে।

এঘটনায় এক গ্রামবাসী বলেন “গ্রামের থেকে জাতীয় সড়ক সংযোগের একমাত্র পথ অবরুদ্ধ করে জিও’র পেট্রোল পাম্প তৈরি চলছে।  পুলিশে অভিযোগ জানানো হলেও  কোনও ব্যবস্থা গ্রহণ হয়নি। বরং পুলিশ পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে সহযোগিতা করছে।” এঘটনায় পাম্প কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলেও তারা কিছু বলতে চায়নি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read