শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত কাঁথিতে সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বিজেপির দফারফা হয়ে গেল।প্রায় সব আসন নিজেদের দখলে রাখলো শাসক দল । উত্তর পূর্ব ভারতের সর্ব্বৃহৎ আরবান সমবায় ব্যাঙ্ক এটি। শুভেন্দু অধিকারীর অনুগানীর মামলার জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রবিবার সকাল ৯টা থেকে কাঁথিতে চলছে ভোটাভুটি। ১০৮টি আসনের প্রতিনিধি নির্বাচনে ৩৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূল, বিজেপি ও অন্য রাজনৈতিক দলের সমর্থনে নির্বাচনে লড়েছেন প্রার্থীরা ।উল্লেখ্য এই ব্যাঙ্কের মোট ভোটার ৮০ হাজার ৪৮০ জন।
মোট ১৪টি কেন্দ্রে ভোট গ্রহন হয়। রামনগর,হেঁড়িয়া ও কোলাঘাট ছাড়া সর্বত্রই নির্বাচনে হয়েছে শান্তিপূর্ণ ভাবে।রামনগর-হেঁড়িয়া ও কোলাঘাটে শাসক দল তৃনমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিলো বিরোধী দল বিজেপি।তবে তৃনমূল এই অভিযোগ অস্বীকার করেছে।সব কেন্দ্রেই সকাল থেকে লাইন দিয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছেন ভোটারেরা।এগরা ও কাঁথির চারটি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে মোতায়ন ছিলো কেন্দ্রীয় বাহিনী।বাকী কেন্দ্র গুলিতেও বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করেছিলো প্রশাসন।সব কটি কেন্দ্রেই সুপ্রীম কোর্টের নির্দেশে ২৪১ টি বুথে ভোট গ্রহন হয়েছে সিসি ক্যামেরার নজরদারিতে ।
অভিযোগ শুভেন্দু অনুগামীদের একের পর এক মামলার জেরে প্রায় তিন বছর ধরে কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের কোন পরিচালন কমিটি ছিলোনা ।ফলে ব্যাঙ্ক পরিচালনায় সমস্যায় পড়তে হচ্ছিলো ।সমস্যায় পড়ছিলেন গ্রাহকেরাও ।এই ব্যাঙ্কের নির্বাচনে দলের ফল ভালো করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রামনগরের বিধায়ক অখিল গিরি নেতৃত্বে তৃনমূলের নর্বাচনী কমিটি প্রথম থেকেই দাবি করে আসছিলো তারাই ব্যাঙ্ক পরিচালনার ক্ষমতা দখল করবে ।অখিল গিরি জানিয়েছেন কাঁথি সহ রাজ্যের গর্ব এই ব্যাঙ্কের পরিচালন কমিটি গঠনে বাধা দিতে বারবার কোলকাতায় উচ্চ আদালত ও দেশের সর্বোচ্চ আদালতে নিজের অনুগামীদের দিয়ে বারবার মামলা করেছে শুভেন্দু অধিকারী ।ভোটারেরা তার যোগ্য জবাব দিয়েছে বলেও দাবি করেন অখিল গিরি ।তৃণমূল বিধায়ক অখিল গিরি বলেন,এখন পর্যন্ত আমরা ১০১ আর বিজেপি ও নির্দল মিলিয়ে ৭টি আসন জিতেছে। এই ভোটে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল্, মমতা ব্যনার্জীর মুখ উজ্জ্বল হয়েছে। কাঁথি শুধু নয়, সবকটি বুথেই খাতাই খুলতে ব্যর্থ হয়েছে বিজেপির প্রার্থীরা। মানুষ একচেটিয়া ভাবে বিজেপিকে বহিষ্কার করেছে।
নর্বাচনের প্রাপ্ত তথ্য অনুযায়ী –
কেন্দ্র নাম. আসন. তৃনমুল বিজেপি নির্দল
কাঁথি ১ ৫. ৩. ২
কাঁথি ২ ৩ ২ ১
কাঁথি ৩ ৪ ৩. ১
কাঁথি ৪ ৪ ৪
কাঁথি ৫ ৪ ৪
কাঁথি ৬ ৩ ৩
এগরা ১১ ১১
হেঁড়িয়া ১৪ ১৪
রামনগর ১১ ১১
মহিষাদল ১১ ১১
পটাশপুর ৯ ৯
বেলদা. ১০ ১০
কোলাঘাট ৬ ৬
নন্দকুমার. ৯. ৯