Select Language

[gtranslate]
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঁথির অনুস্মিতা মাইতির জোড়া স্বর্ণ পদক প্রাপ্তি।

ঝাড়গ্রামে  জঙ্গলমহল ক্যারাটে কাপ তথা জঙ্গলমহল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হল।আয়োজন করে ঝাড়গ্রাম ক্যারাটে অ্যাসোসিয়েশন। সেখানে সর্বমোট পাঁচ টি জেলার বিভিন্ন বয়সের প্রতিযোগীরা এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এ অংশগ্রহণ করে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম থেকে প্রায় সাড়ে তিনশোর ও বেশী সংখ্যক প্রতিযোগী  এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কাঁথি থেকে সেই সিন্কাই ও শীতরীয়  ক্যারাটি ডু ফেডারেশন  এর ক্যারাটে শিক্ষার্থী তথা কন্টাই পাবলিক স্কুলের ছাত্রী ব্ল্যাকবেল্ট হোল্ডার অনুস্মিতা মাইতি তার বিভাগে ( কাতা ও কুমীতে ) অন্যান্য প্রতিযোগিনীদের সাথে লড়াই করে জোড়া স্বর্ণ পদক অর্জন করে।

অনুস্মিতার এই সাফল্যে কন্টাই পাবলিক স্কুলের প্রিন্সিপ্যাল  সমরেন্দ্রনাথ দাস সহ স্কুলের প্রত্যেকে অনুস্মিতাকে প্রসংশা ও আশীর্বাদ জানিয়েছেন। এছাড়াও এই সাফল্যে অনুস্মিতার বাবা মা সহ সিহান গৌরাঙ্গ পাল এবং কোচ গৌতম নায়ক খুব খুশি হয়েছেন। এর জন্য কন্টাই পাবলিক স্কুল পরিবার খুশি এবং অনুস্মিতার সাফল্য কামনা করেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read